
অফারঃ
“GPStar” গ্রাহকরা হাউজ অব বাটারফ্লাই থেকে ভ্যাট সহ ৫,০০০ টাকা বা তার বেশী মূল্যের নির্দিষ্ট পণ্যে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক পাবেন।
সময়কাল: ২৮ মে ২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।
ক্যাম্পেইন এর অফার সমূহ:
- “GPStar” গ্রাহকরা হাউজ অব বাটারফ্লাই এর শোরুম থেকে শুধুমাত্র গিফট কার্ডের মাধ্যমেই অফারটি পাবে। অন্যান্য অফার এই অফারের অন্তর্ভুক্ত হবে না।
- নির্দিষ্ট পণ্য নগদে ক্রয়ের উপর অতিরিক্ত ৫% ক্যাশব্যাক পাবেন।
- শুধুমাত্র নগদে পণ্য ক্রয়ের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য।
- অফারটিতে নগদ, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা অন্য কোনও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন (কিস্তি অথবা ব্যাংক ইএমআই প্রযোজ্য নয়)।
- অতিরিক্ত ৫% ক্যাশব্যাক পণ্যের Base Price (ভ্যাট ছাড়া পণ্যের মূল্য) এর উপর প্রযোজ্য হবে।
- অফারটি সকল “GPStar” গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।
- শুধুমাত্র বাটারফ্লাইয়ের নিজস্ব শোরুমে অফারটি পাওয়া যাবে।
- অফারটিতে পণ্যের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানির পলিসি অনুযায়ী প্রযোজ্য হবে।
- কোম্পানির পলিসি অনুযায়ী নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ফ্রী ইন্সটলেশন সুবিধা প্রযোজ্য হবে।
অফারটি পাওয়ার প্রক্রিয়াঃ
প্রথমেই জেনে নিতে হবে কাস্টমার “GPStar” কিনা।
- নিম্নোক্ত যে কোন একটি উপায়ে কাস্টমার জেনে নিতে পারবে -
- # My GP App এর মাধ্যমে
#*121*2# ডায়ালের মাধ্যমে।
কাস্টমার যদি GPStar হন, সেক্ষেত্রে অফারটি পেতে করণীয় –
BUTTERFLY <space> পণ্যের মূল্য (ভ্যাট ছাড়া) লিখে ২৯০০০ নম্বরে পাঠাতে হবে।
গ্রাহক ‘GPStar’ মাস্কিং থেকে নিম্নোক্ত নিশ্চিতকরণ ফিরতি SMS পাবেন।
“অভিনন্দন! হাউজ অব বাটারফ্লাই-এ আপনি পাচ্ছেন এক্সট্রা ৫% ডিসকাউন্ট! ডিসকাউন্ট পরবর্তী বিল: ***।”
উপরোক্ত SMS টি শোরুম ম্যানেজারকে দেখাতে হবে।