

হাউজ অব বাটারফ্লাই নিয়ে এলো কাস্টমারদের জন্য ‘ভালো থাকুন সবসময়’ ক্যাম্পেইন
সময়কাল: ১০ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত
ক্যাম্পেইন এর বিস্তারিত
হাউজ অব বাটারফ্লাই এর নতুন ও পুরোনো সকল গ্রাহকরা, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৪/৭ ফ্রি টেলিমেডিসিন কনসাল্টেশন সার্ভিস পাবে। আগ্রহী গ্রাহকরা নিচের দেয়া লিঙ্ক এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
২৪/৭ ফ্রি টেলিমেডিসিন কনসাল্টেশন ও অন্যান্য সেবাসমূহ
হাউজ অব বাটারফ্লাই এর নতুন ও পুরোনো সকল গ্রাহকরা, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সে পিএলসি এর আওতাভুক্ত হয়ে ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন বিনামূল্যে টেলিমেডিসিন কনসাল্টেশন সার্ভিস গ্রহণের সুযোগ পাবেন।
- গ্রাহক, তাদের নির্ভরশীল ও পিতামাতার জন্য ২৪/৭ টেলিমেডিসিন সেবা নিতে পারবে
এছাড়াও, হাউজ অব বাটারফ্লাই এর গ্রাহকরা আরও পাবে -
- হোম স্যাম্পল কালেকশন ও রিপোর্ট ডেলিভারি (বিশেষ ছাড়ে)
- ওষুধ হোম ডেলিভারি সেবা ও বিশেষ ছাড়
- বাসায় ডাক্তার ভিজিট ও হোম অ্যাডমিনিস্ট্রেশন সেবা
- অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা
- বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট সহায়তা (চেম্বারে)
অফার এর সাধারন শর্তাবলিঃ
- কাস্টমার ডিজিটাল প্ল্যাটফর্ম, শোরুম অথবা ১৬৫৭১-এ কল করে অফার সম্পর্কে জানতে পারবে।
- এছাড়াও পুরাতন কাস্টমারদের এসএমএস-এর মাধ্যমে এই অফার সম্পর্কে জানানো হবে।
- কাস্টমাররা নির্দিষ্ট গুগল ফর্মের মাধ্যমে নাম, ফোন নম্বর ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন। ফর্মটি পেতে ক্লিক করুন।
- এছাড়াও, হাউজ অব বাটারফ্লাই শোরুমে অথবা ১৬৫৭১-এই নম্বরে কল করেও রেজিস্ট্রেশন করতে পারবেন
- কাস্টমার হাউজ অব বাটারফ্লাই থেকে পণ্য ক্রয়ের সময় যেই ফোন নম্বর দিয়েছেন, সেই নম্বর দিয়েই রেজিস্ট্রেশন করবেন অন্যথায় এই ক্যাম্পেইনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ৪৮ ঘন্টার মধ্যে (সাপ্তাহিক/সরকারি ছুটি ব্যতীত) গ্রাহকরা সার্ভিসটি উপভোগ করতে পারবেন।
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকগণ যতবার প্রয়োজন ততবার এই সার্ভিস গ্রহণ করতে পারবেন।
- টেলিমেডিসিন কল সেন্টার নম্বর - 0964 3116761
- এই ক্যাম্পেইন এর মেয়াদ ১০ ডিসেম্বর ২০২৫ -এ শেষ হবে।
- উক্ত ক্যাম্পেইনের সেবা সংক্রান্ত সকল দায়ভার আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বহন করবে।
বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড যে কোন সময় উক্ত অফার পরিবর্তন, পরিবর্ধণ ও বাতিল করার অধিকার রাখে*

