বাটারফ্লাইয়ের শোরুম থেকে ক্যাশে পণ্য কিনলে গিফট কার্ডের মাধ্যমে পেতে পারেন ৫%  পর্যন্ত ক্যাশব্যাক।


ক্যাম্পেইনের অফার সমূহঃ

  • ১। নগদ ক্রয়ে Gift Card- এর মাধ্যমে % পর্যন্ত ক্যাশব্যাক।
  • ২। ব্যাংক EMI- তে ৩% পর্যন্ত ক্যাশব্যাক।
  • ৩। কিস্তিতে ১% ক্যাশব্যাক।
  • ৪। নির্দিষ্ট পণ্যে ক্রেডিট র্কাড ছাড়া % ইন্টারেস্টে ৯ টি সমান কিস্তিতে পণ্য ক্রয়ের সুবধিা।
  • ৫। নির্দিষ্ট পণ্যে ব্যাংক EMI-তে (ক্রেডিট র্কাড এর মাধ্যমে) % ইন্টারেস্টে ৯ মাস র্পযন্ত পণ্য ক্রয়ের সুবধিা।
  • ৬। LG DUAL Inverter RAC-তে ফ্রী ডেলিভারী সুবিধা।

অফার বিস্তারিতঃ

৫%পর্যন্ত ক্যাশব্যাকঃ

  • কাস্টমার ইকো প্লাস, এলজি ও হাইসেন্স ব্র্যান্ডের ভ্যাট সহ ,০০০ টাকার বা তার বেশী মূল্যের পণ্য নগদ কিনলে Gift Card এর মাধ্যমে ৫%পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
  • নগদ ক্রয়ে ক্যাশব্যাক অফার এ কাস্টমার ক্যাশ অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন।
  • একটি পণ্যের ক্ষেত্রে কেবলমাত্র ১ টি Gift Card-ই প্রযোজ্য হবে।
  • ক্রেতা পণ্য ক্রয়ের নিশ্চিত সিদ্ধান্ত গ্রহনের পরই Gift Card এর কার্যক্রম শুরু করতে হবে এবং পরবর্তীতে তা কোন ভাবেই পরিবর্তন করতে পারবেন না।

ব্যাংক EMI-তে ৩% পর্যন্ত ক্যাশব্যাকঃ

  • ব্যাংক EMI এর ক্ষেত্রে কাস্টমার ইকো প্লাস, এলজি ও হাইসেন্স পণ্য কিনলে Gift Card এর মাধ্যমে ৩%পর্যন্ত ক্যাশব্যাক অফারটি পাবেন।
  • ৩৬ মাস পর্যন্ত ব্যাংক EMI সুবিধা।
  • ব্যাংক EMI এর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

Gift Card এর নিয়মাবলী জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন

 কিস্তিতে ১% ক্যাশব্যাকঃ

  • কিস্তিতে পণ্য ক্রয় এর ক্ষেত্রে কাস্টমার ইকো প্লাস, এলজি ও হাইসেন্স পণ্য কিনলে ১% ক্যাশব্যাক অফারটি পাবেন।

৪। নির্দিষ্ট পণ্যে ক্রেডিট র্কাড ছাড়া ০% ইন্টারেস্টে ৯টি সমান কিস্তি সুবিধা:

  • নির্দিষ্ট পণ্যে ক্রেডিট কার্ড ছাড়াই ০% ইন্টারেস্টে ৯ টি সমান কিস্তি সুবিধা পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য পণ্যে পূর্বের ন্যায় Cash Closing সুবিধা বহাল থাকবে ।

৫। নির্দিষ্ট পণ্যে ব্যাংক EMI -তে ০% ইন্টারেস্টে ৯ মাস পর্যন্ত সুবিধাঃ

  • নির্দিষ্ট পণ্যে ব্যাংক EMI -তে (ক্রেডিট এর মাধ্যমে) ০% ইন্টারেস্টে ৯ মাস পর্যন্ত EMI সুবিধা পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য পণ্যে পূর্বের ন্যায় Cash Closing সুবিধা বহাল থাকবে ।

৬। LG DUAL Inverter RAC-তে ফ্রী ডেলিভারী সুবিধাঃ

  • প্রতি শো-রুম LG DUAL Inverter RAC গ্রাহক পয়েন্ট এ ফ্রী ডেলিভারীর জন্যে ৪৫০ টাকা করে পাবেন এবং প্রতিটি LG DUAL Inverter RAC এর জন্যে প্রযোজ্য।
  • এই প্রমোশনাল অফারটি শুধুমাত্র LG DUAL Inverter RAC এর জন্য কার্যকর হবে।
  • প্রমোশন চলাকালে প্রতি শো-রুমকে, গ্রাহক পয়েন্টে ফ্রী ডেলিভারী নিশ্চিত করতে হবে।
  • শো-রুম, প্রমোশন শেষ হওয়ার পর প্রতিটি LG DUAL Inverter RAC এর ফ্রী ডেলিভারীর টাকা পাবেন। 

সাধারণ শর্তাবলীঃ

১। গিফট কার্ড কেবল একবারই রি-জেনারেট করা যাবে। একবার রি-জেনারেট করা হয়ে গেলে পূর্বের কার্ডগুলো পুনরায় ব্যবহার করা যাবে না।

২। ক্যাশব্যাক নগদে প্রদান করা হবে না অর্থাৎ এটা শুধু পণ্যের মূল্যের সাথেই সমন্বয় হবে ।


"UP To 5% Cashback" অফারটির সাথে নিম্নোক্ত এই অফারটিও প্রযোজ্য


** বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড যে কোন সময় উক্ত অফার পরিবর্তন, পরিবর্ধণ ও বাতিল করার অধিকার রাখে


Copyright © 2024 Butterfly Group. All rights reserved.