হাউজ অব বাটারফ্লাইয়ের অনলাইনে যেকোনো ব্র্যান্ডের পণ্য কিনলেই রয়েছে ৭% পর্যন্ত ক্যাশব্যাক।
অনলাইনের ক্ষেত্রে গিফট কার্ড পাওয়ার নিয়মাবলী-
বাসায় বসে অনলাইনেও পণ্য কেনার ক্ষেত্রে এই অফারটি উপভোগ করতে পারবেন | এই পদ্ধতি আপনি মোবাইল অথবা ল্যাপটপ দুই উপায়েই সম্পন্ন করতে পারবেন! সকল ব্র্যান্ডের ভ্যাট সহ ৫,০০০ টাকার বা তার বেশী মূল্যের পণ্য কিনলে Gift Card এর মাধ্যমে ক্যাশব্যাক অফারটি পাবেন।
# অনলাইনে কোনো ইলেক্ট্রনিক্স পণ্য কেনার জন্য “ADD to CART” করলে Cart Page-এ পাবেন "Click here" অপশন।
# এরপর আপনার মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনে একটি ফর্ম পাবেন।
# আপনার মোবাইল বা ল্যাপটপে আসা অনলাইন ফর্মটির সকল তথ্য (নাম,মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ক্যাপচা) সঠিক ভাবে পূরণ করুন ও “Verify Purchase” বাটনে ক্লিক করুন।
# ভেরিফিকেশনের জন্য এসএমএস মাধ্যমে আপনার নিকট একটি ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে।
# এসএমএস এ পাওয়া কোডটি ফর্মের ওটিপি অপশনে টাইপ করে সাবমিট করুন।
# এরপর নির্দিষ্ট সংখ্যক গিফট কার্ড অপশন দেখা যাবে, গিফট কার্ড অপশন গুলো পরিবর্তন করতে হলে রি-জেনারেট অপশনে ক্লিক করতে হবে। গিফট কার্ড কেবল একবারই রি-জেনারেট করা যাবে। একবার রি-জেনারেট করা হয়ে গেলে পূর্বের কার্ডগুলো পুনরায় ব্যবহার করা যাবে না।
- এবার যে কার্ডটি সিলেক্ট করেছেন তা সাবমিট করুন।
- কার্ডটি সিলেক্ট করে সাবমিট করার পর আপনার কাছে এসএমএস এর মাধ্যমে একটি গিফট কোড নাম্বর জানিয়ে দেওয়া হবে।
- গিফট কোড নাম্বরটি কার্ট-এ দেওয়া কুপন বক্সটিতে টাইপ করে সাবমিট করলে আপনার পাওয়া ক্যাশ ব্যাক কার্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে।
- এখন চেক আউট পেইজের প্রয়োজনীয় তথ্য (বিলিং ডিটেইলস, শিপিং ডিটেইলস, ডেলিভারি টাইপ, পেমেন্ট গেটওয়ে) পূরণ করুন।
- butterflygroupbd.com এর টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে করার পর আপনি পণ্য কেনার জন্য পেমন্ট গেটওয়ে পাবেন।
সাধারণ শর্তাবলীঃ
১। গিফট কার্ড কেবল একবারই রি-জেনারেট করা যাবে। একবার রি-জেনারেট করা হয়ে গেলে পূর্বের কার্ডগুলো পুনরায় ব্যবহার করা যাবে না।
২। ক্যাশব্যাক নগদে প্রদান করা হবে না অর্থাৎ এটা শুধু পণ্যের মূল্যের সাথেই সমন্বয় হবে ।
৩। অনলাইনে কেনার সময় ব্যাংক ইএমআই প্রযোজ্য নয়।
** বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড যে কোন সময় উক্ত অফার পরিবর্তন, পরিবর্ধণ ও বাতিল করার অধিকার রাখে।