হাউজ অব বাটারফ্লাই থেকে পণ্য কিনলে Gift Card- এর মাধ্যমে পেতে পারেন ৫০% পর্যন্ত ক্যাশব্যাক।


অফার বিস্তারিতঃ

৫০% পর্যন্ত ক্যাশব্যাকঃ

# হাউজ অব বাটারফ্লাই থেকে যেকোনো ব্র্যান্ডের ভ্যাট সহ ,০০০ টাকা বা তার বেশী মূল্যের পণ্য কিনলে Gift Card এর মাধ্যমে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

# নগদে পণ্য, কিস্তি অথবা Bank EMI তে ক্রয়ের ক্ষেত্রে এ অফারটি প্রযোজ্য।

# Gift Card এর ক্যাশব্যাক নগদে প্রদান করা হবে না অর্থাৎ, এটা শুধু পণ্যের মূল্যের সাথেই সমন্বয় হবে ।

# একটি পণ্যের ক্ষেত্রে কেবলমাত্র ১ টি Gift Card-ই প্রযোজ্য হবে।

# পণ্য ক্রয়ের নিশ্চিত সিদ্ধান্ত গ্রহনের পরই Gift Card এর কার্যক্রম শুরু করতে হবে এবং পরবর্তীতে তা কোন ভাবেই পরিবর্তন করতে পারবেন না।

Gift Card এর নিয়মাবলী জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন


সাধারণ শর্তাবলীঃ

# অফার শুধুমাত্র বাটারফ্লাইয়ের সকল শোরুম, অথোরাইজড ডিলার পয়েন্ট এবং অনলাইনে প্রযোজ্য।

# পণ্যের সার্ভিস ওয়ারেন্টি পলিসি অপরিবর্তিত থাকবে।

# কোম্পানির পলিসি অনুযায়ী নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ফ্রী ইন্সটলেশন সুবিধা পাবেন।

 




** বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড যে কোন সময় উক্ত অফার পরিবর্তন, পরিবর্ধণ ও বাতিল করার অধিকার রাখে


Copyright © 2023 Butterfly Group. All rights reserved.